নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুকের দাবীতে স্ত্রীকে শ্বাসরোধ করে স্বামী ও তার পরিবারের লোকজন হত্যা করেছে বলে অভিয়োগ পাওয়া গেছে।
গত মঙ্গলবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম এলাকায় ঘটে এ ঘটনা। বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করে। নিহত চাঁদনী কুমিল্লার চান্দিনার মইছালের সামিমুল হক সোহেলের মেয়ে। তারা পূর্বগ্রামে ভাড়ায় থাকতো।
চাঁদনীর পিতা সামিমুল হক সোহেল জানান, যৌতুকের দাবিতেই অনিক মিয়া ও তার পরিবারের লোকজন গৃহবধূ চাদনী আক্তার শ্বাসরোধে হত্যা করেন। শ্বশুড়বাড়ির লোকজন হাসপাতাল ভর্তি করে সেখান থেকে পালিয়ে আসে। বর্তমানে অনিক ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। এ ঘটনায় চাঁদনীর পিতা সোহেল বাদী হয়ে ৭ জনের নামে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।