নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্টিত হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার পূর্বগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
কায়েতপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জুলহাস মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহেদ আলী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান, ওসি অপারেশন আল মামুন সরকার, আওয়ামীলীগ নেতা মহিউদ্দিন, আলমগীর হোসেন, ইউপি সদস্য ওমর ফারুক ভুইয়া, রবি রায়, আশিক ইকবালসহ স্থানীয় নেতৃবৃন্দসহ অনেকে।