নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাঝিপাড়া যুব সমাজের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মাঝিপাড়া সিনিয়র স্পোর্টিং ক্লাব ও জুনিয়র স্পোর্টিং ক্লাব নামে দুটি দল অংশগ্রহন করে।
পরে জুনিয়র স্পোর্টিং ক্লাব সিনিয়র স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে পরাজিত করেন। খেলায় ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অলিউল্লাহ্ বাহারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোঁকার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মুড়াপাড়া কলেজের ছাত্রসংসদের জি এস সাদিকুল ইসলাম সজীব।
ফুটবল ম্যাচটি উদ্বোধন করেন সাংবাদিক সাইদুর রহমান।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আফজাল হোসেন, ফাহাদ, এজাজুল, রাজিব, ইমন, রিফাত, রিয়াদ, আবির, জাকির, বাপ্পি, লিছান, ইফাত, ইফতি, রাকিব, রবিন, রুহুল আমীন, আদিল প্রমুখ।
খেলা শেষে অতিথিরা বিজয়ী দল জুনিয়র স্পোর্টিং ক্লাবের হাতে কাপ পুরস্কার তুলে দেন।