ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাত এক মানসিক প্রতিবন্ধি বৃদ্ধে বেওয়ারিশ লাশ দাফন করেছে শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন। রবিবার রাতে (২৬ সেপ্টেম্বর) বেওয়ারিশ লাশ দাফন করেন সামাজিক সংগঠনটির সদস্যরা।
জানা যায়, চলতি বছরের গত ১১ সেপ্টেম্বর শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের বেওয়ারিশ লাশ দাফনের লক্ষ্যে যাত্রা শুরু করে সামাজিক সংগঠনটি। গত রবিবার বেলা আড়াইটার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের পাগলার মোড় এলাকার ভূলতা ফ্লাইওভারের নিচে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ (৬৫) লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ভূলতা ফাঁড়ির পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় ইউপি সদস্যকে ইসরাফিল হোসেনকে বুঝিয়ে দেয়। ইউপি সদস্যের সহযোগীতায় শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সদস্যরা গোলাকান্দাইল কবরস্থানে লাশটির দাফন সম্পন্ন করেন।
এসময় উপস্থিত ছিলেন, শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিপ্লব হাসান, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইসরাফিল হোসেন, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত সচিব চাঁন মীরসহ সংগঠনির সদস্যরা।
এ ব্যাপারে ভূলতা ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মাহবুবুর রহমান জানান, নিহত লোকটি মানসিক প্রতিবন্ধি বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন। তার পরিচয়ও কেউ জানেনা। লোকটিকে বেওয়ারিশ লাশ হিসেবে শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন দাফন করেছেন।