ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন নামে নারায়ণগঞ্জ জেলায় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের একটি সংগঠন অত্মপ্রকাশ করেছে।
নগরীর চাষাড়ায় একটি রেস্টুরেন্টে বৃহস্পতিবার বিকেলে নিউজ টোয়েন্টিফোন টেলিভিশনের জেলা প্রতিনিধি দীলিপ কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনটির একটি কমিটিও গঠন করা হয়।
কমিটিতে মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি আনিসুর রহমান জুয়েলকে সভাপতি ও সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি শওকত আলী সৈকতকে সাধারণ সম্পাদক করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, এটিএন বাংলা টিভি ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি আব্দুস সালাম, বাংলা ভিশনের জেলা প্রতিনিধি আফজাল হোসেন পন্টি, চ্যানেল টুয়েন্টিফোরের স্টাফ করেসপনডেন্ট আহসান সাদিক, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি আনিছুর রহমান জুয়েল, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি শওকত আলী সৈকত, ইনডেপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি হাসান উল রাকিব, মোহনা টিভির জেলা প্রতিনিধি আজমীর ইসলাম, দেশ টিভির জেলা প্রতিনিধি বিল্লাল হোসেইন, নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলম হানিফ প্রমূখ।