ডেস্ক রিপোর্ট : কোভিট-১৯ (করোনা) ভাইরাস রোধ কল্পে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সচেতনতা মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রূপগঞ্জ থানা পুলিশের উদ্যেগে শুক্রবার (১৬ জুলাই) জুম্মার নামাজ পর্বে উপজেলার বিভিন্ন মসজিদে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, কোভিট-১৯ (করোনা) ভাইরাস বর্তমানে সারা দেশে ভয়াবহ অবস্থা রূপ নিয়েছে। এ অবস্থায় সকলকে সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ জন্য জনগণকে সচেতন করা সকলের দায়িত্ব। রূপগঞ্জ জামে মসজিদে ইন্সপেক্টর হুমায়ুন কবির, কাঞ্চন উল্টরপাড়া জামে মসজিদে ইন্সপেক্টর মাহাবুবুর রহমান, নবগ্রাম জামে মসজিদে এসআই আসাদুর রহমান, গোলাকান্দাইল জামে মসজিদে হুমায়ুন কবিরসহ বেশ কয়েকটি মসজিদে থানা পুলিশের পক্ষ থেকে এ ব্যপারে সচেতনতা মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।