প্রতিদিন নিউজ ডেস্ক : ভারতের সাবেক প্রণব মুখার্জির মৃত্যুতে সারা ভারতজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
প্রণব মুখার্জির মৃত্যুতে শোক প্রকাশ করেছে ভারতীয় ক্রীড়াঙ্গনও। ভারতীয় দলের কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকার টুইট করে শোক প্রকাশ করেছেন।
এছাড়া ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে থেকে শুরু করে বীরেন্দর শেওয়াগ, অনিল কুম্বলে, ভিভিএস লক্ষ্মণরাও টুইট করে শোক প্রকাশ করেছেন।
সচিন টেন্ডুলকার লিখেছেন, সাবেক প্রেসিডেন্ট শ্রী প্রণব মুখার্জির চলে যাওয়ায় গভীরভাবে শোকাহত আমি। কয়েক দশক তিনি ভারতকে গভীর ভালোবাসার সঙ্গে সেবা করে গেছেন। তার পরিবার ও কাছের মানুষদের জন্য সমবেদনা রইল। ঈশ্বর তার আত্মাকে শান্তিতে রাখুন।’
টুইটারে কোহলি লিখেছেন, ‘দেশ একজন অসাধারণ নেতাকে হারাল। শ্রী প্রণব মুখার্জির প্রয়াণের খবর শুনে খুবই দুঃখ পেয়েছি। তার পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’
সোমবার দিল্লির সেনা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রণব মুখার্জি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। দেশটির প্রথম বাঙালি রাষ্ট্রপতি তিনি।
ভারতের ১৩তম রাষ্ট্রপতি হিসেবে ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন প্রণব মুখার্জি।