ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জের রূপগঞ্জে শাহজালাল মিয়া নামের এক মোবাইল ফোন ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাইকারীরা ৫ লাখ টাকাসহ মোবাইল সেট ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার (১৬ মে) দুপুরে উপজেলার গোলাকান্দাইল গার্মেন্টস এলাকায় ঘটে এ ছিনতাইয়ের ঘটনা। ব্যবসায়ী শাহজালাল মিয়ার বাড়ি উপজেলার মৈকুলী এলাকায়। তার মৈকুলী প্রিমা টাওয়ারে মনি এন্টার প্রাইজ নামে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
ব্যবসায়ী শাহজালাল মিয়া জানান, আমদানির ৫ লাখ টাকা নিয়ে মটরসাইকেল যোগে ঢাকা-সিলেট মহাসড়ক যোগে ভুলতা গাউছিয়া থেকে রূপসীর দিকে আসতেছিলেন। এসময় গোলাকান্দাইল গার্মেন্টস এলাকায় আসা মাত্র একটি সাদা প্রাইভেটকার যোগে একদল ছিনতাইকারী মটরসাইকেলটি গতিরোধ করে অস্ত্রেরমুখে জিম্মি করে প্রাইভেটকারে উঠিয়ে নেয়। পরে সঙ্গে থাকা নগদ ৫ লাখ টাকাসহ মোবাইল সেট লুটে নেয়। পরে বরপা এলাকার ফাঁকা জায়গায় ফেলে রেখে যায়।
এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দীন বলেন, এ ধরনের ঘটনার বিষয়ে এখন পর্যন্ত জানিনা। লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।