স্টাফ রিপোর্টার : ২৮ মার্চ হেফাজতের ডাকা সকাল সন্ধ্যা হরতাল রূপগঞ্জ উপজেলায় চলছে অনেকটা ঢিলেঢালাভাবে।
রবিবার বেলা ১২ টা পর্যন্ত রূপগঞ্জ উপজেলার ভুলতা, কাঞ্চন, মুড়াপাড়া, রূপসী, বরপাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে হেফাজত ইসলামের কাউকে হরতালে অংশগ্রহণ করতে দেখা যায়নি।
নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে সকাল থেকেই গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ, র্যাবসহ আইন শৃ্ঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া বন্ধ রয়েছে রূপগঞ্জ থেকে ছেড়ে যাওয়া দূর পাল্লার বাস গুলো। দূর পাল্লার বাস না ছেড়ে যাওয়া সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
শনিবার ভোর ৬ টার দিকে হেফাজত ইসলামের সদস্যরা হরতালের সমর্থনে ভুলতা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে বের হলেও পুলিশের তাদের ছত্রভঙ্গ করে দিলেও তারা পালিয়ে যায়। তবে এসময় কোন অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে পুলিশ মোতায়েন করা আছে। এ পর্যন্ত কোন অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি।