ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুাষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খান, রূপগঞ্জ থানার ওসি মহসিনুল কাদির, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমান উল্লাহসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্রছাত্রী ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় শিশু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্রছাত্রী, প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের নিয়ে কেক কেটে জন্মদিনের উৎসব পালন করেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।
এছাড়া মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।