ডেস্ক রিপোর্ট ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে হিরনাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত তিন তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে উপজেলার কালনী এলাকায় এ নতুন ভবন উদ্বোধন করা হয়।
হিরনাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আক্তারুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান, কালনী হিরনাল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ মারফত আলী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, দাউদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।