ডেস্ক রিপোর্ট ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশের অধীনে পূ্র্বাচল ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) মেরাজুল ইসলাম সোহাগের হাতে মামলার এজাহারভুক্ত ছিনতাইকারী নাহিদ গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার পশ্বি এলাকায় গোঁপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
উপ পরিদর্শক (এসআই) মেরাজুল ইসলাম জানান, আগে পশ্বি এলাকার বাসিন্দা হবু মিয়ার ছেলে নাহিদ ও কাদিরাটেক এলাকার মেওয়া চাঁন ভুঁইয়ার ছেলে সুৃমন ইছাপুরা বাজার এলাকায় বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ শরীফুল ইসলামের কেয়ারটেকার আক্কাসের কাছ গত ২৭ ফেব্রুয়ারী বিকালে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ সময় কাঠ ব্যবসায়ী রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে ছিনতাইকারীরা পলাতক থাকে। পরে গোঁপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পশ্বি এলাকা থেকে নাহিদকে গ্রেফতার করে পুলিশ। তবে সুমন পলাতক রয়েছে। তাকেও গ্রেফতার করার চেষ্টা অব্যাহত আছে। ধৃত নাহিদকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।