ডেস্ক রিপোর্ট ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুজিব শতবর্ষ ও স্বাধীনতা দিবস উপলক্ষে ছাত্রলীগের উদ্যোগে দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৩ মার্চ) বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী গাজী সেতু সংলগ্ন এ সভা হয়।
কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফারুক ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইন্জিনিয়ার শেখ সাইফুল ইসলাম, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি জায়েদ আলী, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাইম ভুইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম শিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাসুম, উপজেলা যুবমহিলালীগের সাধারণ সম্পাদক শেলিনা আক্তার রিতা প্রমুখ।