ডেস্ক রিপোর্ট ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে জিটিভির ক্যামেরা পার্সন রুবেল সিকদারের পিতা সলিম উল্লাহ সিকদার (৬৫) মারা গেছেন। ইন্নানিল্লাহে——–রাজিউন।
বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গতকাল মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকার নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে এক মেয়েকে রেখে অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
রাত সাড়ে ৮ টায় যানাজা শেষে সামাজিক কবরস্থানে সলিম উল্লাহ সিকদারের দাফন সম্পন্ন করা হয়।
বাবার বিদেহী আত্মার শান্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সাংবাদিক রুবেল সিকদারের পিতার মৃত্যুতে শোক জানিয়েছেন রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কলামিস্ট লায়ন মীর আব্দুল আলীমসহ সাংবাদিকবৃন্দ।