ডেস্ক রিপোর্ট ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বগ্রাম স্পোর্টিং এন্ড ইয়থস ওয়েল ফেয়ার ক্লাবের উদ্যোগে গাজী গোল্ডকাপ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
সোমবার বিকেলে পূর্বগ্রাম স্কুল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জায়েদ আলী সভাতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা।
এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন পূর্বগ্রাম স্পোর্টস এন্ড ইয়ুথ ওয়েল ফেয়ার ক্লাবের উপদেষ্টা নওশাদ এ আজম, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, উপজেলা সেচ্ছসেবকলীগের সভাপতি মেহের ভুইয়া, সাধারণ সম্পাদক নাইম ভুইয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাসুম, মুড়াপাড়া কলেজের ভিপি তুহিন, জিএস সাদিকুল ইসলাম সজিব, তারাব পৌর যুবলীগের সহ-সভাপতি মহসিন ভুইয়া, কায়েতপাড়া ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন, বজলুর রহমান, ফারুক হোসেন প্রমুখ।