ডেস্ক রিপোর্ট : দেশের অন্যতম শিল্পগোষ্ঠী এন জেড গ্রুপের চেয়ারম্যান ও সাবেক স্বর্ণপদক প্রাপ্ত ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান খান পেলেন সেরা করদাতা সম্মাননা।
ব্যবসায়ীতে ক্যাটাগরিতে তিনি এ সম্মাননা পেয়েছেন। ব্যবসায়ী ক্যাটাগরিতে তিনি দেশের ৪র্থ শীর্ষ করদাতা হয়েছেন।
জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর আয়োজিত রাজধানীর সেগুনবাগিচায় কর অঞ্চল-১০ কার্যালয়ে এক অনুষ্ঠানে তার হাতে ট্যাক্স কার্ড ও সেরা করদাতা সম্মাননাপত্র তুলে দেয়া হয়।
প্রসঙ্গত, প্রতিবছর কেন্দ্রীয়ভাবে সব সেরা করদাতাকে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হলেও, এবার করোনা মহামারীর কারণে তা হয়নি। তবে কেন্দ্রীয়ভাবে এনবিআর সারা দেশে একযোগে অনলাইনের সেরা করাদাতা সম্মাননা প্রদানের আয়োজন করেছে। সারা দেশে সব কর অঞ্চলে একযোগে আয়োজিত অনুষ্ঠানে ব্যক্তি ক্যাটাগরিতে ৭৬ জন, কোম্পানিতে ৫৩ ও অন্যান্য ১২ সহ এই তিন ক্যাটাগরিতে মোট ১৪১টি ট্যাক্স কার্ড প্রদান করেছে এনবিআর।
এরমধ্যে রূপগঞ্জের নুরুজ্জামান খান ব্যবসায়ীতে ক্যাটাগরিতে সারাদেশে ৪র্থ শীর্ষ করদাতা হিসেবে মনোনীত হন।