ডেস্ক রিপোর্ট ঃ কোভিড-১৯ মোকাবেলায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে করোনার টিকা প্রদান কর্মসূচীর উদ্বোধন করলেন পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিতা কেটে ও ৭ জনকে করোনার টিকা প্রদানের মাঝে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নুসরাত জাহান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর জাহান, তারাব পৌরসভা মেয়র হাসিনা গাজী, রূপগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান সালাউদ্দিন ভুইয়া প্রমুখ।