ডেস্ক রিপোর্ট : রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা নির্বাচন অনেকটা আমেজহীনভাবেই সম্পন্ন হচ্ছে। শনিবার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হলেও ভোট কেন্দ্রে আসতে ভোটারদের মাঝে তেমন কোন আগ্রহ লক্ষ্য করা যায়নি।
দুপুর সাড়ে ১২ এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট কেন্দ্র গুলোতে ভোটারদের তেমন কোন উপস্থিতি পাওয়া যায়নি।
ভোটার উপস্থিতি কম থাকার অন্যতম কারণ হিসেবে জানা গেছে, তারাব পৌরসভার মেয়র পদে হাসিনা গাজী একক প্রার্থী হিসেবে আগে নির্বাচিত হয়ে যাওয়ায় ভোটাররা কেন্দ্রে আসতে আগ্রহ প্রকাশ করছে না।
এদিকে, নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচনী এলাকায় ম্যাজিস্ট্রেটসহ বিপুল পরিমাণ বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করে যাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথায় অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এবারের নির্বাচনে ৯ টি ওয়ার্ডের মাঝে ৩ টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে একক প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছে। এক কারণে ৬ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দিতা করছে।