ডেস্ক রিপোর্টঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়ায় ১৭ শ ১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সেলিম রেজাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২ জানুয়ারি) দিবাগত রাতে তাকে কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্নবাসন কেন্দ্র থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সেলিম রেজা চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের আব্দুল হালিমের ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, সে দীর্ঘদিন ওই এলাকায় মাদকের ব্যবসা করে আসছে। শনিবার (২ জানুয়ারি) রাতে গোপনের সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। পরে রবিবার (৩ জানুয়ারি) দুপুরে তাকে মাদক আইনে নিয়মিত মামলা দিয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।