ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শীতলক্ষ্যা নদী যেন ময়লা ভাগাড়। স্থানীয়দের ময়লা আবর্জনা ফেলার কারণে মুড়াপাড়া বাজারের শীতলক্ষ্যা নদীর তীরটি বর্তমানে ময়লার ভাগাড়ে পরিনত হয়েছে। সম্প্রতি মুড়াপাড়া বাজার এলাকার শীতলক্ষ্যা নদীর তীরে সরেজমিনে গিয়ে এ চিত্র দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুড়াপাড়া বাজারের ব্যবসায়ীরা তাদের সকল প্রকার ময়লা- আবর্জনা শীতলক্ষ্যা নদীরে তীরে ফেলে রাখে। এতে করে দূষিত হচ্ছে পরিবেশ। এসময় ময়লা আবর্জনা থেকে ছড়াচ্ছে নানা রকম রোগ ব্যাধি। ময়লা আবর্জনা ফেলা হলও মুড়াপাড়া বাজার কমিটিসহ কারো এদিকে কোন প্রকার নজর নেই বলে জানান স্থানীয় বাসিন্দারা।
ময়লার ভাগাড়ের বিস্তারিত প্রতিবেদন শীঘ্রই রূপগঞ্জ প্রতিদিন অনলাইন পোর্টালে প্রকাশ করা হবে। ময়লার ভাগাড়ের বিস্তারিত প্রতিবেদন পড়তে আমাদের সঙ্গে থাকুন।