নিউজ ডেস্কঃ মুজিববর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনব্যাপী উপজেলার তারাবো পৌরসভার মেয়র শফিকুল ইসলাম চৌধুরী স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন হয়।
মেয়র শফিকুল ইসলাম চৌধুরী স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক গবেষক কলামিস্ট ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম।
অণ্যানদের মাঝে আরো উপস্থিত ছিলেন মঞ্চ ও টিভি অভিনেতা মোখলেছুর রহমান তোতা, মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতি, অত্র স্কুলের সহকারী প্রধান শিক্ষক সবুজ হোসেন রানা, কাউন্সিলর আমির হোসেন ভূইয়া, আমজাদ হোসেন, সাংবাদিক জি এম সহিদ, এস এম শাহাদাত, আরিফ হাসান আরব সহ মেয়র শফিকুল ইসলাম চৌধুরী স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষার্থী অভিবাবক ও ছাত্র ছাত্রীবৃন্দ প্রমুখ।