নিউজ ডেস্কঃ রূপগঞ্জে গোলাকান্দাইলে বিডি ক্লিনের ১০ম পরিচ্ছন্নতা কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার গোলাকান্দাইল মজিবুর রহমান ভুইঁয়া উচ্চ বিদ্যালয় মাঠে এপরিচ্ছন্নতা কর্মসূচী পরিচালনা করা হয়।
বিডি ক্লিন নারায়নগঞ্জ জেলা কমিটির নির্দেশে, পরিচ্ছন্ন ও সচেতনতা কর্মসূচী বিডি ক্লিন উপস্থিত ছিলেন হাসান মেহেদী, আবুবকর সিদ্দিক, মেহেদী হাসান রিদয়, শারমিন সুলতানা,আরিফুল ইসলাম, কায়সার, মেহেদী, সিয়াম, রাত্রি, তুষার, অবন্তি প্রমূখ।
এসময় বক্তারা বলেন, বিডি ক্লিন রূপগঞ্জ এর এই পরিচ্ছন্নতা ও সচেতনতার ইভেন্ট ১০ম বারের মতো আয়োজন করা হয়েছে। তারুণ্য জেগেছে ময়লা তুলছে, নিশ্চয়ই আমার দেশ হবে পরিষ্কার। আমরা পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন দেখি। আমরা এটাই আশা করি, একদিন বাংলাদেশ পরিচ্ছন্ন হবে। সেদিন সবাই মাথা উঁচিয়ে বলতে পারবো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশের গর্বিত নাগরিক। এই মূল মন্ত্রকে বুকে ধারন করে সামনের আরও পরিচ্ছন্ন ও সচেতনতা ইভেন্ট পালন করবে।