রূপগঞ্জ প্রতিদিন রিপোর্ট : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ ৪ কিলোমিটার ব্যাপী যানজট সৃষ্টি হয়েছে।
সোমবার দুপুরে থেকে বিকেলে পর্যন্ত রূপসী এলাকা থেকে যাত্রামুড়া পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ যানজটের কারণে আটকা পড়ছে মালবাহী ও যাত্রীবাহী থেকে শুরু করে বিভিন্ন ধরনের যানবাহন।
এতে করে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানৃষকে। ভোগান্তির শিকার হয়ে অনেক যাত্রী সাধারন ক্ষোভ প্রকাশ করেছেন। নিয়ম ভঙ্গ করে যানবাহন চলাচল, অধক্ষ চালক দিয়ে গাড়ি চালানো, যত্রতত্র যাত্রী কাউন্টার, ওভারব্রীজ না থাকায় ঝুঁকি নিয়ে হাজার হাজার শ্রমিকের সড়ক পারাপার, নিয়ম ভঙ্গ করে সড়কে গাড়ি পার্কিংসহ নানা কারনে এ যানজট সৃষ্টি হচ্ছে।
বিশ্বরোড এলাকার টিআই রফিকুল ইসলাম বলেন, শিল্প এলাকা গুলোতে ওভারব্রীজ করে দিলে যানজট হতো না। একদিকে ধুলাবালি আর অন্যদিকে যানজট। আর যানজট নিরসন করতে ট্রাফিক পুলিশ কাজ করে যাচ্ছেন। আর যানজট নিরসন করতে গিয়ে অনেক সময় পুলিশ সদস্যরা অসুস্থ্য হয়ে পড়ছে। তবে আগের তুলনায় এখন যানজট অনেকটা কম।###