ডেস্ক রিপোর্ট : আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে লাল-সবুজ বাতির বর্নিল সাজে সেজেছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা পরিষদ।
রবিবার রাতে উপজেলা পরিষদ চত্তরে সরেজমিনে গিয়ে উপজেলা পরিষদ ভবন ও উপজেলা চত্তরটিতে লাল-সবুজের আলোর ঝলকানি দেখা গেছে। এ যেন এক চোখ ধাধানো সুন্দর্য। এ লাল সবুজের আলোসজ্জার মাধ্যম্যে বাংলাদেশের স্বাধীনতাকে বুঝানো হয়েছে।
উপজেলার পরিষদের পাশাপাশি সরকারি বিভিন্ন দপ্তর গুলোতে লাল-সবুজের আলোকসজ্জা লাগানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ্ নূসরাত জাহান বলেন, মহামারি করোনার জন্য স্বাস্থ্যবিধি মেনেই এ বছর বিজয় দিবসের সকল কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।