নিজস্ব প্রতিবেদকঃ যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ যুবদলের ১১৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে ষরযন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে ও মিথ্যা মামলায় গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবীতে নারায়ণগঞ্জ জেলা যুবদল বিক্ষোভ মিছিল পালন করেছেন।
মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিলটি নারায়ণগঞ্জের চাষাড়ার মোড় হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিন করে সরকারী তোলারাম কলেজ রোডে শেষ হয়।
এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু, সিনিয়র সহ-সভাপতি সালামত উল্লাহ, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক আরিফুজ্জামান ইমন, রাসেল রানা সহ জেলা যুবদলের নেতৃবৃন্দ।