নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের জেলা যুবদলের আয়োজনে রূপগঞ্জ উপজেলা যুবদলের নেতাকর্মীদের নিয়ে কর্মী সমাবেশের নেতাকর্মীরা ক্ষোভ ঝারলেন নেতাকর্মীরা।
সোমবার দুপুরে জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটুর সভাপতিত্বে উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দলের জন্য কাজ করতে গিয়ে মামলা হামলা শিকার হয়েও পর্যাপ্ত মূল্যায়ণ না পাওয়ার অভিযোগ করেন। রূপগঞ্জ উপজেলা যুবদলের কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ণের দাবি জানান নেতাকর্মীরা।
সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন নান্নু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় যুবদলের সহ-সভাপতি মজিবুর রহমান।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, সহ-সাধারণ সম্পাদক শাহ আলম চৌধুরী, সহ- সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, ওমর ফারুক বাবু, মহসীন হোসেন বিদ্যুৎ, দেলোয়ার হোসেন, নূর হাসান, আফজাল কবির, শফিকুল ইসলাম খান, আমিনুল ইসলাম প্রিন্স, যুবদল নেতা আবু মাসুম, আওলাদ হোসেন, জাহাঙ্গীর আলম প্রমূখ।