নিউজ ডেস্ক : জাতীয় দিবস উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিভাবক ও কন্যা সন্তানদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ্ নূসরাত জাহানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাফিজা বেগম, সাংবাদিক এসএম শাহদাত, আতাউর রহমান সানী, জিন্নাত হোসেন জনি, জাহাঙ্গীর মাহমুদ প্রমূখ।