ডেস্ক রিপোর্ট : পুলিশই জনতা, জনতাই পুলিশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রূপগঞ্জ থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে রূপগঞ্জ থানা কার্যালয়ে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিমশ সুপার টি.এম. মোশারফ হোসেন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, গ সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজী, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, কাউন্সিলর আনোয়ার হোসেন, ইউপি সদস্য বজলুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ফেরদৌসী আক্তার, দাউদপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমূখ।
ওপেন হাউজ ডেতে মাদক, সন্ত্রাস রোধে আলোচনা করা হয়।