মাহবুব আলম প্রিয়
_________________
তোরা অকৃতজ্ঞ
যে পাতে খাস
সেই পাতে ছাড়িস
তোরা চরিত্রে খাটাস!
তোরা নিছক তুচ্ছ
জাহির করোস মহা গুচ্ছ
বাস্তবে লোক হাসে
তোদের কাঁচা কাজে৷
যার কান্দে দিলি ভর
সেই কান্দে কোপ!
যে করলো চক্ষু দান
তাকেই করলি অপমান
তোরা নিমক হারাম।
তোদের কাছে মা যেমন
বউটাও বিক্রির মতন
টাকায় তোরা সব পারোস
খুনী কিংবা হোস জারজ।
তোদের নেই ধর্ম
যারে দিয়ে যশ খ্যাতি
তারেই মারোস বর্ম
তোরা ইতর নয় গন্ডারের চর্ম।
টাকা তোদের হাতিয়ার
সন্ত্রাস তোদের বাপ
খুনি তোদের সঙ্গী
তোরা নর্দমার চেয়ে নাপাক।