নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুজিবশতবর্ষ উপলক্ষে সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের উদ্যোগের ফলজ বনজসহ গাছের বৃক্ষরোপণ ও বিভিন্ন প্রজাতির অবমুক্তকরণ কর্মসূচী পালন করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে এ কর্মসূচী পালন করা হয়। সরকারি মুড়াপাড়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুকুমার দাসের সভাপতিত্বে কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান মেহের, সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম শিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাসুম, সরকারি মুড়াপাড়া কলেজের ভিপি সাইফুল ইসলাম তুহিন, জিএস সাদিকুল ইসলাম সজীব, এজিএস আশিকুল ইসলাম আশিক প্রমূখ।
এসময় সরকারি মুড়াপাড়া কলেজের পুকুরের বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।