নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান হিসেবে বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টারকে নির্বাচিত করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ইউনিয়নের জিন্দা এলাকায় রুস্তম আলী সিকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার।
অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, মোমেন মোল্লা, আব্দুল রাজ্জাক সিকদার, সেকান্দর আজাদ, বেলায়েত হোসেন মেম্বার, নজরুল ইসলাম, হুমায়ন কবির, আবুল হাসেম, মামুন মোল্লা, আশিকুল ইসলাম খোকন, হারুনুর রশিদ, কামাল হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, গত ৫ বছরে নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড পাড়া-মহল্লা ও প্রামগুলোতে রাস্তাঘাট মসজিদ মাদ্রসাসহ ব্যাপক উন্নয়ন কর্মকান্ড করেছেন। সব সময় মাদক যৌতুক বাল্যবিবাহ বন্ধ সহ অপরাধীদের ছাড় দেননি। তাই ইউনিয়ন বাসী আবারো নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টারকে দ্বিতীয় বাারের মতো চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।