নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মাহমুদুর রহমান সুমন বলেছেন, বিএনপি গণমানুষের দল। মানুষ বিএনপিকে ভালোবাসে এবং বিএনপির উপর আস্থা রাখে। দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে আর অবৈধভাবে ক্ষমতায় চেপে বসে আছে ক্ষমতাসীনরা। তাদেরকে অপসারণ করে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে বিএনপি আবারো রাষ্ট্রক্ষমতায় এসে দেশের উন্নয়নে কাজ করবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা বিএনপির উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিফাইল প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিএনপি নেতা আবুল কাশেম মেম্বারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু ও জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সালাউদ্দিন আহমেদসহ দলের কয়েকশ নেতাকর্মী।