ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিমা আক্তারের বিরুদ্ধে চাঁদাবাজি ও নিরীহ পরিবারকে হয়রানীর অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। ওই কর্মকর্তার ভয়ে আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে নিরীহ পরিবারটি।
বুধবার দুপুরে রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করে নিরীহ পরিবারটি।
ভুক্তভোগী কামরুল হাসান জানান, তিনি উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা নদীরপাড় এলাকায় বসবাস করে আসছেন। তার জমি অবৈধ দাবি করে উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিমা আক্তার তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন।
চাঁদার টাকা দিতে অস্বীকার করলে নাসিমার অধীনস্থ্য আনসার কমান্ডার কামরুজ্জামান ও অন্যান্য অনসার সদস্যদের দিয়ে নির্মাণাধীন বাউন্ডরী দেয়াল ভেঙ্গে ফেলে। এ ব্যাপারে ভুক্তভোগীর কামরুল হাসানের বাবা নুরুল হক ব্যাপারী বাদী হয়ে রূপগঞ্জ থানা ও জেলা পুলিশ সুপার বরাবর অভিযোগ দেন।
এর পর থেকেই কামরুল হাসান ও তার পরিবারকে আনসার ভিডিডি কর্মকর্তা নাসিমা আক্তার হুমকি ধামকি দিয়ে আসছে। এরপর থেকেই নিরীহ পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।
এছাড়া আনসার কর্মকর্তা নাসিমা আক্তারের বিরুদ্ধে ব্যাপক দূর্নীতির অভিযোগও রয়েছে।