ডেস্ক রিপোর্ট : শুরুতেই এগিয়ে যাওয়ার পর লম্বা সময় ব্যবধান ধরে রেখেও হেরে গেল কলম্বিয়া।
আশা জাগাল ব্রাজিলকে ভুলতে বসা হারের স্বাদ দেওয়ার। তবে শেষ দিকে ঠিকই ঘুরে দাঁড়াল স্বাগতিকরা। রবের্ত ফিরমিনো ও কাসেমিরোর গোলে জয়রথেই থাকল তিতের দল।
রিও দে জেনেইরোর নিল্তন সান্তোস স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচ ২-১ গোলে জিতেছে ব্রাজিল।