ডেস্ক রিপোর্ট : প্রথম আলো পত্রিকার জৈষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রেসক্লাবে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসুচী পালন করেছেন। আগামী ২৪ ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহার না হলে বড় ধরনের কর্মসুচী দেয়া হবে বলে ঘোষনা দেয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মঠেরঘাট এলাকায় অবস্থিত রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ের সামনে মানববন্ধন পুর্বক প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কলামিস্ট, গবেষক ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম।
এতে বক্তব্যে রাখেন, প্রেসক্লাবের উপদেষ্টা মাসুদ করিম, সহ-সভাপতি আবুল কালাম শাকিল, সুশিল সরকার, কবি নায়েব আলী, এ হাই মিলন, সাত্তার আলী সোহেল, সাধারন সম্পাদক মোঃ খলিল সিকদার, সাংগঠনিক সম্পাদক রাসেল আহাম্মেদ, অর্থ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, জিএম সহিদ, আশিকুর রহমান হান্নান, মাসুম খাঁন, নিজাম উদ্দিন আহাম্মেদ, গিয়াস উদ্দিন বাবুল, আনোয়ার হোসেন, জিয়াউর রাশেদ, এসএম শাহাদাত, জাহাঙ্গীর আলম হানিফ, মনজুরুল কবির বাবু, নাজমুল হুদা, সাইফুল ইসলাম, সোহাগ আহাম্মেদ, মাহাবুব মনি, লিটন মিয়া, নজরুল ইসলাম লিখন, শফিকুল ইসলাম মীর, মাহবুব আলম প্রিয়, শহিদুল্লাহ গাজী, আল-আমিন মিন্টু, আতাউর রহমান সানি, জাহাঙ্গীর মাহমুদ, রাশেদুল ইসলাম, শেখ সুমন আহাম্মেদ, বিপ্লব হাসান, সাইদুর রহমান, আনিছুর রহমান, নুরে আলম, মিজানুর রহমান, রুবেল শিকদার, সুমন মজুমদার, রিপন মিয়া, লিখন রাজ, তুষার আহাম্মেদ, শরীফ মিয়া, মাসুদ মোল্লা কবির মিয়াসহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন, রোজিনা ইসলামকে দুর্ণিতীবাজ আমলারা নিজেদেও বাঁচাতে প্রথম আলোর জৈষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামকে ফাঁদে ফেলে অমানুষিক নির্যাতন চালিয়েছে এবং মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করেছে । আমরা রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার চাই। নতুবা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলন ঘোষনা দেয়া হবে।