স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুক্তিযুদ্ধকালীন সময়ের মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জব্বার খান পিনু’র নামাজে জানাজা বৃহস্পতিবার (৬ মে) সকাল সাড়ে ১০ টায় মুড়াপাড়া সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
পরে তার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে ভুলতা ইউনিয়নের মাসুমাবাদ গ্রামের পারিবারিক কবরস্থানে।
এদিকে, মুক্তিযুদ্ধকালীন সময়ের রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জব্বার খান পিনু’র নামাজে জানাজায় মরহুমের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্খীদেরকে উপস্থিত থাকার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে তার বড় ছেলে হাসান বিশেষ ভাবে অনুরোধ করেছেন।
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল রাত ১২.৫০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল জব্বার খান পিনু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—–রাজিউন)।
তিনি ইউনাইটেড হাসপাতালে ১৬ দিন লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি মুক্তিযুদ্ধকালীন সময়ে রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন।####