ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জের রূপগঞ্জে সম্প্রতি হেফাজত ইসলামের পক্ষে ফেইসবুকে স্ট্যাটাস দেয়ায় এক শ্রমিকলীগ নেতাকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত শ্রমিকলীগ নেতা মোবারক হোসেন খান শাহিন।
তিনি রূপগঞ্জ উপজেলার তারাবো আঞ্চলিক শ্রমিকলীগের সাধারন সম্পাদক ছিলেন।
রবিবার (১৮ এপ্রিল) বিকেলে কেন্দ্রীয় শ্রমিকলীগের সাধারন সম্পাদক কে এম আযম খসরুর স্বাক্ষরিত এক পত্রে তাকে বহিস্কার করা হয়।
পত্রে বলা হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, ও সংগঠন বিরোধী মনোভাবের কারনে তাকে অদ্য তারিখ হতে তারাবো পৌর আঞ্চলিক শ্রমিকলীগের পদ থেকে সাময়িক বহিস্কার করা হলো। শাহিন খান এর আগে ছাত্রলীগ এবং যুবলীগের কমিটিতে ছিলেন। তার ছোটভাই মনির খান সোমেল বর্তমানে তারাবো পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক।