ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জের রূপগঞ্জে একই দিনে গৃহবধূ রুবিনা বেগম (৩৬), ও যুবক মারুফ (১৮) আত্মহত্যা করেছেন।
শুক্রবার ( ১৯ মার্চ) বিকেলে উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া ও বাঘবের এলাকায় এ ঘটনা ঘটে। মৃত গৃহবধূ রুবিনা বেগম উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া এলাকার মাহমুদুল্লাহ মহাজনের স্ত্রী ও মৃত যুবক মারুফ রূপগঞ্জ সদর ইউনিয়নের বাঘবের এলাকার মোঃ মিরাজ মিয়ার ছেলে।
নিহত রুবিনা বেগমের পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক ও সাংসারিকভাবে অশান্তি ও মানসিক চাপে তিনি তার গলার ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। পরে শুক্রবার বিকেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করেন।
অপরদিকে নিহত মারুফের পরিবার জানান, কি কারণে মারুফ এ কাজ করেছে তারা জানেননা। গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে সে। শুক্রবার সন্ধায় তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার (ওসি) মহসিনুল কাদির বলেন, পৃথক পৃথক স্থানে দুজন আত্মহত্যা করার খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।