ডেস্ক রিপোর্ট : নারায়নগঞ্জের রূপগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে যৌন হয়রানীর অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার রাতে উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার রাতে ওই শিশুর মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
এ ঘটনায় শামীম (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শামীম মিয়া উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
মামলার এজাহার থেকে জানা গেছে, ওই শিশুসহ তার পরিবার উপজেলার খাদুন এলাকায় বসবাস করেন। প্রতিবেশী শামীম মিয়া ওই শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে গিয়ে যৌন হয়রানীর ঘটনা ঘটায়। শিশুর ডাক-চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে আসলে শামীম পালিয়ে যায়।
পরে শিশুর কাছ থেকে বিষয়টি জানতে পেরে ওই শিশুটির মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর রাতেই পুলিশ শামীমকে গ্রেপ্তার করে। শনিবার সকালে গ্রেপ্তারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে