ডেস্ক রিপোর্ট : পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী প্রশাসনকে প্রভাবিত না করলে আমার জয় নিশ্চিত ” মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা নির্বাচনে মনোনয়ন জমা দিতে আসা বিএনপির মনোনীত প্রার্থী নাসির উদ্দিন।
রবিবার বিকেলে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং মতিয়ুর রহমানের উপস্থিতিতে অফিসার মনোনয়ন জমা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, গণতন্ত্র পূণরূদ্ধারের জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান আমাকে বিএনপির মনোনয়ন দিয়েছে। তারাব পৌরসভার নির্বাচনে আমি মাঠে থাকব লড়াই করে যাবো। আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন করবো।
জেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের রিটার্নিং অফিসার মতিয়ুর রহমান বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরেপক্ষ হবে।