নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ থেকে নৌকার প্রতীক পেয়েছেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এর স্ত্রী ও উপজেলা মহিলা লীগের সভাপতি মিসেস হাসিনা গাজী।
শুক্রবার রাতে পাট ও বস্ত্রী মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এর এপিএস এমদাদুল হক রূপগঞ্জ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেন।
বিগত নির্বাচনে হাসিনা গাজী তারাব পৌর নির্বাচিত হয়েছিলেন। মেয়র থাকাকালীন সময় তিনি পৌরসভার রাস্তাঘাট নির্মাণ ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী পালন করেন।
উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের তারাব পৌরসভা নির্বাচনে মেয়র পদে সাতজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।