ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় সেবা নিতে আসা সেবা গ্রহীতাদের স্বাগত জানাতে ব্যাতিক্রম ব্যাতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছে রূপগঞ্জ থানার ভারপ্রা্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।
জানা গেছে, গত এক বছরে পাল্টে গেছে রূপগঞ্জ থানার চিত্র। রূপগঞ্জ থানায় কেউ অভিযোগ অথবা কোন বিষয়ে পরামর্শ করতে থানায় প্রবেশ করলেই সেবা গ্রহীতাদের ক্যান্ডি চকলেট প্রদান করা হয়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, রূপগঞ্জ থানায় সেবা নিতে সাধারণ মানুষকে স্বাগতম জানাতেই এ চকলেট বিতরণের ব্যবস্থা করেছি। থানায় সেবা নিতে আসলে সব বয়সের মানুষকেই একটি করে চকলেট দেওয়ায় হয়।
রূগপঞ্জ থানা পুলিশ মানুষের জন্য যথাযথভাবে কাজ করে যাচ্ছে। আমি রূপগঞ্জ থানায় যোগদানের পর থেকে অপরাধ অনেকাংশে কমে গেছে।