নিউজ ডেস্ক : হুংগি নামক চায়না ব্যাটারী ফ্যাক্টরীর বিষাক্ত শিশার গলিত কালো ধোয়া থেকে বাচতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের মৈকুলি এলাকায় এ মানববন্ধন পালন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আব্দুল হালিম ভূইয়া, শফিউদ্দিন শিকদার, আমির হোসেন ভুইয়া, সাবেক ইউপি সদস্য আমিন, জাহাঙ্গীর হোসেন, কামরুল হোসেন, রিয়াজুল শিকদার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, কারখানাটির বিষাক্ত ধোয়ার কারনে এলাকার অনেকে স্বর্ধি, কাশি, স্বাসকষ্ট রোগে ভুগছে। শিশাযুক্ত এ বিষাক্ত কালো ধোয়া থেকে আমরা বাচতে চাই। সরকারের কাছে আমাদের দাবী আবাসিক এলাকা থেকে অতি দ্রুত বিষাক্ত ধোয়ার কারখানাটি অন্যত্রে সড়িয়ে নেয়া হোক।